মানুষ যখন মিথ্যে বলে তখন কি আর সে মানুষ থাকে!!! মানুষ ভজলেই কেবল মানুষ পাওয়া যায়?
লিখা পড়া করলে কেবল ফাইল আটকানো শেখা যায়, মিথ্যার বেড়াজালে লোকজনকে ঠকিয়ে অর্থ নির্ভর সমাজে বাড়ি গাড়ি করা যায়। তাই বলে কি আর জামানায় টিকে থাকা যায়?
লালনের পড়া-লেখার জোর ছিলো না। এমফিল,পিএইচডি ছিলো না। কিন্তু তার দর্শনকে নসাৎ করবার জন্য যুগের পর যুগ চেষ্টা চলছে তারপরও তা আজ অবধি টিকে থাকার পাশাপাশি অস্তিত্বের সাথে প্রসার হয়ে চলেছে। সত্য সর্বদা এমনটাই হয়। দিন শেষে টিকে থাকে।